অগ্নিমুখের এই শহরে অন্তর্ধান জরুরী
আশীবিষের এই শহরে অন্তর্ধান জরুরী


এই কলির বিদিশা,এই স্যাঁতস্যাতে অন্ধকার,
সারি-সারি রিকশার অন্তবর্তী গুমোট শূণ্যস্থান
সবকিছু অতিক্রম করো,দেখো—
চলাচলকারীকে কিভাবে উপেক্ষা করে পথপ্রেমিক যুগল।কিভাবে হেঁটে হেঁটে ব্যাংক নোটে খলখল হাসে চিরদুঃখী ভবঘুরে কিশোর।কিভাবে শিশুদের হাত থেকে উড়ে যায় লালনীল হাওয়াই মিঠাই।যুবতীর হাতেই বা কিভাবে ঝলঝল করে রোদে পোড়া ফুল।
এসো,দেখো—এইসব শহরের দিনরাত—সব ফুরায়
তখন  অন্তর্ধান জরুরী ভীষণ জরুরী  হয়ে যায়।