অলংকৃত বিষাদের সিংহাসন পরিত্যাগ করে,
অবেহেলা সজ্জিত শিরোভূষণ পরিত্যাগ করে,
মসলিন-কষ্ট,কোহিনুর-কান্না আর তলোয়ার-বিষন্নতা পরিত্যাগ করে,
অপেক্ষার প্রাসাদ সমস্ত পরিত্যাগ করে,
মস্তিষ্কের হেরেমে স্মৃতির শরাব,
আর অনাগত দুঃস্বপ্নের অশ্লীল নৃত্য উপভোগ করছে—
আমার মার্সেনারি অস্তিত্ব!


ওদিকে বিধ্বস্ত এক মানচিত্র,
যার নাম তুমি।