কোথাও যাওয়ার না থাকলে এইদিকে আসুন।
এইদিকে—
এখানে হৃদয়ের গালিচায় হেঁটে বেড়ানো রোদ
গোলাপের পাপড়ি ঘেঁসে পৌছায় বিকালের দিকে।
এখানে কিশোরের হাতের নাটাই ঘুরতেই থাকে—
ঘুরতেই থাকে ঘুড়ির অন্তর্ধানের পথে চেয়ে।
এখানে শব্দের পর শব্দ কেটে যায়—
কেটে যায় শূন্যতায় লেখা এক কবিতার জন্য।


কোথাও যাওয়ার না থাকলে এইদিকে আসুন।
এইদিকে—
এখানে অপেক্ষায় আছে একদিন যারা ভালবেসেছিলো।