এইসব বর্ণ ও শব্দ; পৃষ্ঠার পর পৃষ্ঠা প্রাচীন প্রলাপ; এইসব দিন ও রাত; কীটেদের সোশ্যাল হায়ারার্কি; এইসব দুঃখ-অনন্ত দুঃখ; তোশকের অগ্নিমুখ ও তাদের প্রগল্ভতা
সবই পরাভূত হয় অদ্ভুদ এক মহাজাগতিক মাত্রায়—
বিষাদের নিত্যতায়,কলহান্তরিতার স্মরণিকায় সেখানে
ধুঁকে-ধুঁকে বাঁচা নেক্রোসেপিয়েন্স যখন স্বাধিকার চায়;
রক্তস্রোতের মতো ছুটে আসা তাৎক্ষণিক আদেশনামায়
তাড়িত হয়—সবই তাড়িত হয়—
তবু থেকে যায়—নির্লজ্জতায়—যে অনিষ্ট—
সে আমি—এক বিমূর্ত প্যারাসাইট!