শহুরে শালিক—উড়ে যায়
ল্যাম্পপোস্ট পেছনে রেখে;
ল্যাম্পপোস্টে আরেক শালিক
বসে থাকে—প্রকাশ্য বেদনায়।
শালিকের চলে যাওয়া দেখে-টেখে
মনে হয়—চলে যাওয়া যায়:
আরেক ডালে বা কেবল শূন্যতায়।