গোলাপের পাপড়ি পুড়ে যায়—
এমতাবস্থায় আমাদের ঠোঁট যদি যাবতীয় শুষ্কতা প্রতিরোধে পরস্পরকে আলিঙ্গন করে তবে কেমন হয়?কেমন হয়—যদি অপ্রকৃতস্থ শরীর জুড়ে বয়ে যাওয়া ঠান্ডা-ঠান্ডা হাওয়া ধরে এনে বেঁধে রেখে আমরা ব্যাথা জমাই পাঁজরে?
পাঁজরের তীক্ষ্ণ হাড়—নাজিমের নীল চোখ—
ভয়—ভয়—ভয়—
ডানা-মেলা যান্ত্রিক পাখিকে একবার দেখেছি খেলা করে;
একবার দেখেছি উড়ে যায়—
গোলাপের পাপড়ি পুড়ে যায়—
পুড়ে যায়।


১০ নভেম্বর,২২