----------------------------------
মেলাশেষে মন করে উচাটন
ঠিক যেনো দেবীর ভাসান ,
মেলার খেলায় বহেড়া তলায়
প্রাজ্ঞ ছাপে সিদ্ধ হাউজ বর্ধমান ।
কত জ্ঞানী গুনীর ঋদ্ধ লেখনীর
সাজিয়েছে সে বরণ ডালা ,
কালের হরণ আজ নিরাভরণ
আবার কবে হবে প্রাণের মেলা!
কত নতুন কবি মুখ পেয়েছে সুখ
নতুন কাব্য প্রকাশ আর স্বীকৃতির ,
পরিশীলিত বলা শপথের পথে চলা
দিন শেষ হোক যতো বিকৃতির !
অনির্বাণ শিখা পরুক চন্দন টীকা
জয় হোক বাংলা , বাঙ্গালীর মুখ ,
নতুন রথে  আর আলোকের পথে
চাতকসম পথ চেয়ে আছি উন্মুখ !
---------------------------------------