---------------------------------------------
দম্ভ ভরে মানুষ হাটে
লম্ফ দিয়ে মানুষ হাটে
উর্ধ্বমুখী মানুষ হাটে
গর্ব ভরে মানুষ হাটে
কম্পে পড়ে যায়---------
সে ধুলিতে লুটায়-------
মানুষ হাটে বিনীত
নিম্নমুখী আনত
মানুষ হাটে সভ্য শালীন
নিরহংকারী কুম্ভ কুলীন
ঝড় ঝঞ্ঝায় হেটেও তার
হয়না পরাজয়------------
মানুষ হাটে মেরুর পারে
মানুষ হাটে মরুর পাড়ে
কাবিল হয়ে মানুষ হাটে
হাবিল হয়ে মানুষ হাটে
দৈত্য কাঁধে মানুষ হাটে
সত্য সাথে মানুষ হাটে
রাজপথে মানুষ হাটে
কাঁচা মাটির আল ধরে
বন্ধুর পথে মানুষ হাটে
গিরি খাতের ঢাল ধরে!
মানুষ হাটে চাঁদের বুকে
মানুষ হাটে মঙ্গলে,
মানুষ হাটে সাগরতলে
মানুষ হাটে জঙ্গলে!
মানুষ হাটে ভোরের গানে
মানুষ হাটে কবর পানে!
--------------------------------------------