--------------------------
ছাগলে কী না খায়
পাগলে  কী না বলে
গরীবের কথা ফলে
তা একটু বাসি হলে !!!
ওঁরা-
সত্য কথা বলার দোষে
কাটলো খনার জিভ ,
সত্য কিন্তু সত্য হইলো
রইলো নাকো ক্লীব!
আর-
হেলেদুলে নৌকা চলে
হাওয়ায় ফোলে পাল,
থামলে হাওয়া মরা গাঙ্গে
মাঝির ফোলে গাল!
যেই নদীতে-
কুমির ছিল হাঙ্গর ছিল
এখন ধানের ক্ষেত,
স্বৈর মাঝি পায় না কড়ি
মনে ভীষণ খেদ !
এখন,
রোধী নাই বিরোধী নাই
কারবা করি ডর ,
শ্রীঘরে ঢুকিয়ে তোরে
চষবো মরু চর!
শিয়াল,
বিকাল বেলায় তাক করে
রাত্রে খায় হাঁস ,
উপরে পানি নীচে মজা
সাক্ষী ইতিহাস !
তাই,
গুম করো আর খুন করো
দেখাও হরেক সিন ,
মনে রেখো টাইম ইজ দ্যা
বেষ্ট মেডিসিন !
----------------------------------