-------------------------------------
মাঝে মাঝে উথলে উঠি
মাঝে মাঝে ধুলায় লুটি
হাসিতে খাই লুটোপুটি
বনবাদাড়ে ছুটোছুটি
সবেগে আবেগে ফুটি
ভুলে গিয়ে সব ভ্রান্তি ত্রুটি
বন্ধু সজন সদল জুটি
ভাগ করে খাই শুকনো রুটি
কুচ পরোয়া বক্র ভ্রুকুটি
আমরা কজন শক্ত খুঁটি
------------------------------------
মাঝে মাঝে হই মনমরা
নিঃস্ব এতিম আপনহারা
অভিভাবকহীন কিশোরচারা
খরায় শুকাই পাইনা ধারা
পথের শিশু আমরা যীশু
আদর স্নেহ পাইনা কিছু,
পথের রাজা আমরা টোকাই
পথের মোড়ে কষ্টে কোঁকাই,
ছিন্ন বস্ত্র উদর জ্বালায়
চাঁদ গিলে খাই মাটির থালায়!
-------------------------------------