বাসস্টপেজের পাশে ছোট বটগাছতলায় সেই যে তোমাকে প্রথম দেখেছিলাম,
বাসের জন্য অপেক্ষা।
আমি নিজেকে আড়াল করেই তোমার দিকে চেয়ে থেকেছিলাম একাধারে।
বুঝতে পারোনি তুমি, কেউ তোমার ছবিটা নিরবে তার মনের ক্যানভাসে এঁকে নিচ্ছে।

ভার্সিটিতে যাবার পথে, ফিরবার পথে
অথবা ক্লাস বিরতিতেই আমার চক্ষুদ্বয় তোমাকে খুঁজে বেড়াতো।
মাঝে মাঝে দেখতে পেতাম তোমায়।
তোমার চশমার কাঁচ ভেদ করে তোমার চোখের ভাষা বোঝার অব্যর্থ চেষ্টা।

তবে তোমার চোখে কখনই ধরা পড়িনি আমি।
হয়তো বা তুমি কখনই আমাকে দেখোনি। কখনও যদি তোমার সামনে গিয়ে দাড়াই,
তবে সেটাই হবে আমাকে তোমার প্রথম দেখা।

দিন যায়, মাস যায়..
এভাবে দুইটা বছর তোমাকে দেখেই গেলাম।
কিন্তু কখনও তোমার মনের বন্দরে নোঙর ভেড়ানোর সাহস হয়নি।
একদিন ভেবেই বসলাম, "আজ তোমার সামনে দাড়াবো।"

কিন্তু দাড়ানো হয়নি!! কলার খোসায় পা পিঁছলে পড়েছিলাম তোমার থেকে গজখানিক দূরে।
সেই যে প্রথম তুমি আমাকে দেখেছিলে।
আর একটুখানি হাস্যকর সিম্প্যাথি দেখিয়ে বলেছিলে, "দেখে চলতে পারেন না.??"
আমি তো দেখেই চলছিলাম।
তোমাকে দেখে চলছিলাম। এজন্যই এই লঙ্কাকান্ড!

তখনও তুমি জানতে না, তোমাকে নিয়ে কতশত কথায় আমার ডায়েরী পাতা ভরেছে।
হৃদয়ের মাঝে বিশাল এক মহল তৈরি হয়েছে। তুমি শুধু দেখেছিলে আমার পা পিঁছলে পড়াটাই।
আমি যে প্রতিদিন তোমার প্রেমে পিঁছলে পড়ি, সেটা দেখতে পেলে না।

সময়ের গভীরতা বাড়তে লাগলো। কিন্তু তোমাকে কখনই বলা হলো না কিছুই।
আবার সেই বাসস্টপেজ,
প্রচন্ড বৃষ্টি!
তুমি ছাতা হাতে দাড়িয়ে বাসের অপেক্ষায়।
আমার মাথার ওপরে মেঘভর্তি আকাশ।
হঠাৎ পেছন থেকে তোমার কন্ঠস্বর, "অযথা ভিজছেন কেন? শরীর খারাপ হবে।"

হয়তো জানোনি তুমি, ওই কথাটা আমার জন্য ছাতা নয়, ছাদ হয়ে দাড়িয়েছিলো।
হাজার ঝড় বৃষ্টিতেও যেন কিছুই হবে না এমন।
সেদিন বৃষ্টিতে ভেজার সুবাদে তোমার ছাতার নিচে ঠাই পেয়েছিলাম কিছুক্ষণ।
আর কিছুটা পথ..।

অজান্তে দুজনার হাতে স্পর্শ লেগেছিলো কয়েকবার।
কিন্তু মনকে স্পর্শ করা হয়নি।
ধীরে ধীরে আরও কত সময় অতিবাহিত হলো।
তোমার সঙ্গে জানাশোনাও বেড়ে গেলো।

একদিন হঠাৎই এসে বললে, তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে।
বেশ কান্না ভেজা চোখ নিয়ে তোমাকে দেখেছিলাম একপলক।
ঝাপসা..
ঐ ঝাপসা চোখেই তোমাকে শেষবারের মত দেখেছিলাম।

আজ পাঁচ বছর পরে আমি সেই বাসস্টপেজে দাড়িয়ে।
বাসের অপেক্ষায়..
রাস্তার ওপারে প্রিয় চেনা একটা মুখ,
কালো মার্সেডিজ গাড়ি এসে সামনে দাড়াতেই সে গাড়িতে উঠে চলে গেলো।
আমার চেনাতে তো ভুল থাকতে পারে না।
সে ছিলো আমার সেই প্রিয়দর্শিনী..💕।

✍🏻 এপ্রিল ০৬, ২০২০