অবশেষে ফিরতে হলো আমাকে
ভুলে সব অভিমান
না ফেরার অকারন পিছুটান ।


অবশেষে ফিরতে হলো
জন্ম জন্মান্তরের সেই চেনা পথে
রঙ্গিন স্বপ্নময় সুখ নীড়ে
অকারন বিচ্ছিন্ন আমি যেথা হতে ।


আমি ধরেছিলাম পথ সেচ্ছানির্বাসনে
পথে পথে বাধা বেধেছিলো কে যেন মনে
আমি হায়াতে চেয়েছিলাম স্বাথংপর মানুষের ভীড়ে
কে যেন অপেক্ষায় প্রানে জন্ম জন্মান্তরের নীড়ে ।


এ ফেরা নয় ক্ষুদ্রসময় পর
যেন আমি পাড়ি দিয়েছি যুগযুগান্তর
এ ফেরায় অশ্রুসিক্ত দু নয়ন
এ ফেরা তার তরে
যে পৃথিবীর সবচাইতে আপন ।