তারপর... আমি অস্তিত্ব সংকটে
হাওয়ার ভাজে সব শুন্য
হাওয়াই মিঠাই যেমন
এই আছে এই নাই।


ল্যাম্পপোস্টের আলো পথিককে পথ চেনায়
তীব্র সে আলোর অস্তিত্ব কোথায়?
ধরতে গেলে হাতের মুঠোয় মিলায়।


আমার অস্তিত্ব সংকটে প্রলাপ বকতে থাকি।
খড় খোঁটার মতো আঁকরে ধরতে চাওয়া
ভিটেমাটি সম্বলটুকু শিশিরের মতো
মিলিয়ে যায়, তপ্ত রোদে ঘাসের বুকে।