এই যে সময়গুলো যাচ্ছে, এলোমেলো অবিরাম
কী করা উচিত? আমি জানি না
শুধু জানি বেড়া-জালের কথা।


এই যে ফাগুনে বাসন্তী বাহারে হেঁটে চলে
আমারই প্রেম, ভুল মানুষের হাত ধরে
কী করা উচিত? আমি জানি না
শুধু জানি প্রমিথিউসের কথা।


এই যে পলিমাটি, নদীতীর আমারই প্রেমের মতো
সার্চলাইটের অন্ধকারে দিয়েছে গভীর ডুব
নিভে গেছে ,মিশে গেছে ইট আর কংক্রিটে
কী করা উচিত? আমি জানি না
শুধু জানি প্রতিশ্রুতির কথা।


এই যে তৃষিত আমি, দূষিত জল দিকে দিকে
কী করা উচিত? আমি জানি না
শুধু জানি প্রশান্ত পিয়াসের কথা।