জেনেছি আমার জন্ম ৭১,
৭১ আমার মৃত মায়ের, নিরুদ্দেশ পিতার
আমার চেয়েও ভাল জানে ওই আকাশের ঈশ্বর আর হায়েনারা।
রুধিরাক্ত পাঁজরে পেয়েছি অনলপ্রভা
একটি চিঠি পিতার, আমার উত্তরাধিকার :


“সূর্যের দিকে তাকানোর কথা ভাবতেই পারি না আমি
এই বুঝি আমার চোখ উপড়ে ফেলা হবে।
সূর্যের আলো গায়ে মাখা হারাম আমার
ওরা আমাকে জ্যান্ত পুড়িয়ে মারবে, পুড়িয়ে।
আমার সাহসী সত্তার স্বতঃস্ফূর্ত সত্য
গুমড়ে মরে বুট আর বেয়নেটের উল্লাসে।
নির্জন নিবিড় অরণ্যকোলে বাঁশি বাজানোর অপরাধে
খুন হয় কত শত সুন্দরী, ছাতিম, অর্জুন।
পদ্মদিঘির ফোটায় ফোটায় আজ লেপটে আছে রক্তবীজ
কঙ্কাল আর করোটিও নিস্তার পায়নি, চলে অবিরত দংশন।
কিন্তু দুঃখ লুকিয়ে ধুঁকে ধুঁকে এভাবে আর কতদিন?আর নয় ;
কোথায় সেই অমৃত মুক্তির মোহনভোগ? কোথায় জিয়নকাঠি?
৭১ আমাকে গ্রহণ কর, আমাকে রেনেসাঁ দাও ।
আমি ফিরতে চাই আমার অনাথ অপত্যের দিকে।”


বাবা, আমি আজও তোমার প্রতীক্ষায় .....