তোমার একটু কথা, আমার একটু স্পন্দন
তোমার একটু হাসি, আমার একটু পতন।


তোমার রূপ সাগরের গান, অনন্ত অতল
আমার নিদাঘ মনের প্রাণ, অসাড় অজর।


তোমার অরূপ ইশারা, আমার অহং ছারখার
তোমার আধো প্রাণকথা, আমার হৃদয় হাহাকার।


তোমার খানিক সাড়া, আমার চলৎ আশা
তোমার মাতাল হাওয়া, আমার অতুল ভালবাসা।


তুমি ষড়ঋতুর ছয় রং, আমি প্রকৃতি পাগল সং
তুমি করলে একটু ঢং, আমি হয়ে যাই জবরজং।


তুমি রবিঠাকুরের প্রেম, সরস বর্ষণ
আমি জীবনানন্দের ক্লোন, আপন দর্পণ।


তুমি চাইলে বৃষ্টি,নইলে রোদ
আমার অসীম সৃষ্টি, হয় নিরোধ।