সুন্দরকে ছোঁয়ার সাধ আমার চিরদিনের
আমি তৃপ্ত হতে পারি না শুধু নয়নানন্দে
ছুঁতে চাই আবহমান প্রেম-প্রকৃতি ও পরাগায়ন।
ছুঁয়ে দিলেই বুঝি পাপ হয়ে যায়?
তাহলে পাপী হতেও রাজী আমি!


ভয় নেই, প্রেমায়নের প্রেমাবতার আমি
আমার বিশ্বাস, মন্দাকিনী ঠিকই আমাকে বাঁচিয়ে নেবে।
আমার বহুজাতিক প্রেম তাকেও ধন্য করে সুতীব্রভাবে
ঠিক যেমন বনকাঁঠালী আর ভাঁটফুলকে করে শব্দময়।
সুন্দরবনের একটি শেকড়ও বাদ যায়নি আমার স্পর্শ থেকে
যুগ যুগ ধরে কমনীয় কিন্নরীরা প্রশ্রয় দেয় আমাকে।


কিন্তু কিছুতেই তুষ্ট হইনি আমি ;জড় হওয়ার ভয়ে
অসুন্দরের অকালগ্রাস নিয়ত তাড়িত করে আমাকে
স্পৃষ্ট হই বটবৃক্ষ ছাপিয়ে বিষবৃক্ষের বিভীষিকায়
এক পা এগিয়েও পিছিয়ে আসি দু'পা
আমার আবাহন নিমজ্জন হয়ে অতলে হারায়।


আবার পরক্ষণেই পরশুরামের পরশ পাই আমি
শত শতাব্দীর ক্লান্তি মুছে যায় সবুজ উপত্যকায়
মেঘদল কি থামাতে পারে মেঘমল্লারের ঝংকার
অমাবস্যা কি পারে থামাতে সুঘ্রাণের ব্যাপন?
ক্ষতি কী? অপাপবিদ্ধ পাপী হয়েই নাহয় একা বেঁচে রব বাঁচার আনন্দে।