শামা;পোকা, প্রদীপ, প্রমীলা নাকি প্রভৃতির বলয়?
যে বলয় বিপ্লবী বুদ্বুদে বদ্ধ ভরপুর
নিষিদ্ধ নিশিন্দার মতো নিশিদিন ডেকে যায় অচেনা চোরাগলিতে
যেখানে ব্ল্যাকআউটের বিজনবাসী বিরতিহীন বজ্র বপন করে।
অতঃপর বেড়ে ওঠে কিছু অবিনাশী ত্রিকালদর্শী ফিনিক্স
ধ্বংস হওয়া ধাতে নেই, সৃষ্টিতেই স্বস্তি যাদের
তাদের শীৎকার আর শিহরণে আমি শূন্য স্বনন।
ভাবতেই ভালো লাগে, সময় এখন সমর্পণের
চোরাগলি পেরিয়ে, মেঠোপথ ছাপিয়ে, রাজপথ কাঁপানোর।
কিন্তু সমর্পণ তো অত সহজ কথা নয়
এই সমর্পণ নিশ্চয়ই কোনো নতুন শেকল,হয়তো তাইই!
আমরা বড্ড ভয় পাই গাড়ল সাধারণ
ডামে-বামে,পুবে-পশ্চিমে শুধুই শঙ্কা দোলাচল
দোহাই তোমার! শামা তুমি স্বরূপে ফের।