পরিশ্রমী প্রেমিক হওয়ার দায় ছিল আমার
আমাকে দিব্যি দিয়েছিল “পর্ণী”- আমার ঈশ্বরী
অথচ স্বভাবে আমি এক স্বাপ্নিক বাউল
অবচেতনের অন্ধকারেই আমার আজন্মের বাস।


যাহোক, অনন্ত অমাবস্যার পর
সেবার শরতে আমি একটি স্বপ্ন দেখেছিলাম
অস্হিরতার শহুরে স্বাদ ছিল স্বপ্নটিতে
ছিল প্রমত্ত হুঙ্কার, বাঘের মতো বাঁচার
উদগ্র অনাহারী শকুনের মতো খুবলে খুবলে
খুঁজেছিলাম লোভনীয় খ্যাতির মোহর।
যদিও রক্তকণা ও জলকণার স্বাভাবিক অনুপাতে
হেরফের হয়েছিল তবুও স্বপ্ন হয়নি সত্য,
সত্য হয়নি পর্ণী,


অমল অভিমান নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম
কাজ হয়নি, মৃত্যু হয়েছে কবোষ্ণ কাশফুলের
পর্ণী, এক পর্বতসম পাষাণের নাম।