শুদ্ধতম কবি হতে চাই না আমি,
চাই না হতে শুদ্ধতম প্রেমিক!
কারণ, আমি জানি কবিতা ও প্রেম শুদ্ধ হয় না।


তারপরেও কী এক অদম্য আদিম আকর্ষণে
ছুটেছুটে ফিরি আমি নেড়ি কুত্তার মতো
কবিতা ও প্রেমের সন্ধানে।


খুব সহজেই প্রেমে পড়তে পারি আমি,
প্রেমে পড়ার কী আশ্চর্য গুণ আমার!
শুভ্র শরৎ ও সবুজ বসন্ত, আমার প্রেম।


এই পৃথিবীর প্রতিটি প্রান্তে
আমার পদচিহ্ন এঁকেছি আমি
খুঁজেছি একরত্তি দূষণমুক্ত প্রেম।


বিনিময়ে পেয়েছি শুধুই দাবদাহ
শীতের শক্ত খোলস ও বিষ।