একদিন জন্মেছিলাম এক দেশে, লোনা জলের আবেশে শুষে
বিন্দু বিন্দু করে এসে, হিম পাহাড়ের পাদদেশে যেটুকু
কোনাচ পথে পলি জমা পড়েছিল তারই অবশেষে;
তাই তাকে সমুদ্রকন্যা নামে ডেকেছিলাম কাছে


সে তো সমুদ্রোৎসরিত দেবীর মতই ছিল আহিত; বিলাসে
যৌবন তার শরীর গড়াত স্নানধারার মত অজস্র স্রোতরাশে;
মুক্তাকাশে সে রাশি নিয়তির হাসি-কান্নাকাটি হয়ে ঝরত
দুপাশে, আর্দ্রতায় ভিজত পলিমাটি;


সে মাটিরই ছায়াঘাসে ছত্রাকমত কিছু মানুষ আবাস ছিল,
জলগ্রাহী মনে তারা ভিজত অশেষে সময় সুযোগে, হৃদয়
আবেগে-ভালোবেসে; গ্রীষ্ম, বর্ষা, শীতে; ঘামে আর নীরে ভেসে,
অথবা শিশিরে মিশে ভোরের আলোতে;


সে আলোয় জীবন ছিল করুন অভিলাষ, পদ্ম চাইত হতে বাড়ির
বাগানবিলাস,করবীর সঙ্গ আশে ঊর্দ্ধে চেয়ে পদ্মের দিন কাটত
শিকড় ভুলে,সায়াহ্নে বুঝত যখন বৃথা সে আশা
শিশিরই শেখাত তাকে অশ্রুর ভাষা।


প্রথম প্রকাশঃ ১৪/০৮/২০১৬ সময়ঃ সকাল ৬ টা ৫৩ মিনিট।