তটস্থ চরাচর জলাঞ্জলি মোহতাপে
আজন্ম অভিলাষ; বিচ্যুতি পড়ে না কোন
নেই কোন বিকল্প পথ যাতে শিকড় লুকানো
বিচলিত স্বত্বার অনুসন্ধানকৃত জবাব।
শুধু হেঁটে চলে যাই, হেঁটে চলে যেতে হয়
প্রাচীন রেখায়, অস্তিত্বেরা কালো রুমাল
অন্তরালে সামাজিক দায় আর করে না স্বীকার,
বিবেক পায় না খুঁজে, এলোমেলো হাতড়ায়
দু’টাকায় বিস্মৃত আত্মপরিচয়; অথবা প্রাণীস্বত্বার
ক্ষুৎ-সঙ্গম-পিপাসায় বিলীন বাধ্য সময়, পাথেয় হয়
লোকচক্ষুতে আশ্রিত ভ্রূকুটি-পরিহাস, বিপুল শক্তি
ত্রাসে যাবতীয় পবিত্র আত্মার ভ্রূণ পবিত্র কীর্তিনাশে।