তুই হয়তো ভেবেছিলি,
আমাদের অভ্যর্থনার প্রতিটা মুহূর্ত
কবিতা হয়ে উঠবে!


আকাশ থেকে ঝরে পড়বে পুষ্পবৃষ্টি
মঙ্গল শঙ্খ বেজে উঠবে!


অথচ দেখ কিছুই হলো না তেমন,
আমরা চলেছি যে যার পৃথক গ্রহে...


তুই চলেছিস নক্ষত্র ভরা ছায়াপথ ধরে,
আমিও চলেছি নিত্য দিনের চাল-ডাল,
নুন-তেল আর সাবানের খোঁজে!


এখানে এখনও নিদাঘ রৌদ্রবেলা,
বন্ধ্যা শহরের বুকে এখনও ঝরেনি বাদল..


তবুও দেখো,
মন বলছে,এই পৃথিবীর
কোন না কোন শহরে আজ
অনবরত বৃষ্টি পড়ছেই!