অনুভবে যতটুকু আছে পৃথিবী
সমস্তটাই তোমার দখলে এখন,
তোমার জন্য বুকের গহীন জুড়ে
আমার সময় নিঃশব্দ, নির্জন


তোমার মায়ায় আটকে গেছি কবেই
ছুঁয়ে থাকার নেশায় কাটছে দিন,
বিলীন হয়ে মিশে যাওয়া তোমাতে
পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে রাত-দিন


তোমায় পাওয়ার তীব্র দাবি নিয়ে
হৃদয় জুড়ে তোমার মিছিল হোক,
পাঁজরে পাঁজরে আমরণ অনশনে
তোমার উপস্থিতি বাধ্যতামূলক


তুমি তুমি রোগটা একরোখা...
সমস্তটা জুড়ে শুধু তুমি,
তুমিই থাকো সকল আরাধনায়
নির্ভয়ে তাই মৃত্যুকে রোজ ছুঁই