বিকেল টা আজো গড়িয়ে পড়ে দেয়ালে,


ধূলো গুলো উড়ে আজো পুরোনো হেয়ালে...


মৌনতা জুড়ে আছে অজানা খেয়ালে!


রাস্তাটা আজো মেতে আছে ব্যস্ততার কোলাহলে


এরই মাঝে কানে ভাসে শুন্যতা সবার আড়ালে...


কেন তুমি আমি নেই এই বিকেলে?


মুখোশ ঘেরা চারপাশ


কানাকানি ফিসফাস


এই আছে এই নেই..


হতাশার বারো মাস!


তবু কেন আমি আজ সেই মুখোশের মায়াতে,


কেন তুমি আমি নেই এই বিকেলে??


অভিমানী দুটি মন


কেবল ই শুধু মেরুকরণ


ঘড়ির কাটায় দিন যায়


কার সে খেয়ালে??


কেন তুমি আমি নেই এই বিকেলে?