নিশ্চুপ রাতে পাহাড়ি ঢালেতে
যদি গো জ্যোৎস্না থামে,
বুঝে নিও তবে একটি কবিতা
লিখেছি তোমার নামে!
চিনি না, জানি না, তবুও লিখেছি
তবুও বেঁধেছি সুর;
কােনো এক প্রাতে কাছে পাব তোমায়
হয়তো তা বহুদূর।
হয়তো সেদিন মেঘ ও বৃষ্টি
সোনালি কদম ফুল,
নেবে আমাদের স্বপ্নপুরীর
শুভ্র নদীর কূল।
বৃষ্টিবিলাসে সৃষ্টিসুখেতে
আত্মা জুড়াবে খেলা,
তোমার জন্য কাল গুনে গুনে
কেটে যায় কত বেলা!