তুমি আবার এসো।
মুগ্ধতার নয়নে ঘাসফুল ছুয়ে সবুজ রঙে।
এসো মেঘে ঢাকা তারাদের দেশে,
এসো ভিজে যাওয়া গাছের প্রতিটি পাতার ফাকে,
এসো নয়নে নয়ন মিলিয়ে আজকের রবিবারে।
জন্মত্ত চিরে গহীন বনে তুমি এসো,
কাল বেদনায় হিংসেটা সরিয়ে পাশ ফিরে
কালের পরিক্রমনে শুধু বিশ্বাসের পাহাড় নিয়ে,
এসো সুর্য হয়ে সকালের ভোরে পাখির ডাকে
এসো মনের ঘরে মাতাল হয়ে
এসো ফুল নিয়ে বাতাসে সুঘ্রান ছড়িয়ে
কোনো নিশিতে।
তুমি আবার এসো পথ ফোটা জ্যোৎস্নার আভা হয়ে
বিতৃষ্ঞার হাতে সহজ ছুয়ে
তিলকের ঘনঘটায় কালচে ভাবে
বর্ষা হয়ে এসো তুমিই
কাজলের জন্মে রাঙিয়ো টুপ টুপ বৃষ্টি
গগনের বেলি ফুলে ঢেকে দিয়ো আকুতির কারিগরি
তুমি এসো এ সভ্যতায়
পরন্ত বিকেলের কৃষ্হচূড়ার ডালে লাল রঙ মেখে
কাকলি হয়ে নয়তো মৃন্ময়ী
তুমি এসো আবার কোনো এক চন্ঞ্চলতায়।