খুব ইচ্ছে ছিলো জীবন্ত ফিরে যাবো
মৃত্যুর বিষন্নতা আকড়ে ধরে মিশে হারাবো
আধার জানবে শুধু,চেষ্টার দীর্ঘতা
হয়নি,তবে হবে আক্ষেপে জয়স্মিতা।
শত্রুরা কাটা তার মেলে ধরলে বাচবো দুরত্বে
নিকটে দেখা হবে বৃদ্ধের কল্পনায়।
সত্যের হাতে হাত, কালোর মৃত্যু ঝড়ে
আধার রাতে গন্ধে চিরত্বম পাহাড়
হয়নি তবে হবে। আক্ষেপে নারাজ
আধারে আলোর নিকট কথা হবে
বিষ মিশে হবে একাকার
রুপালি কবে দেখা যাবে মধ্যের আবির্ভাব।
একচটা ছিন্নমুল,সবুজে কালি
বেধে বেধে হবে যে আকাশের শাড়ি।
একটু বিষন্নতা,কষ্টেই আহাজারি
মৃতপ্রায় আকাশে পিপাসার্ত তরী।
মন মেনে নিয়ে পারি দেবো আলো
আলোয় আলোয় রুপের দানবে
ভুমিষ্ট অন্তিম দরবার।
একটু আলো,একটুর হের
আধারের আক্ষেপ কবে শুরু হবে ফের?