আলো হবো,
ঐ আধারের কোনো বিন্দুর আলো,
যে আলোয় বৃত্ত ছিলে তুমি।
ফুল হবো,
যেখানে লাল রং এর কৃষ্ঞচুড়া ছড়াবে
পাতায় নতুন প্রান।
নিশি রাত হবো,
শুধু জোনাকি এসে বলবে
তুমি ছিলে বেশ ভালো।
আকাশের মেঘ হবো,
যার ঘর্ষনে আতকে উঠবে তুমি।
নতুন ঘরের বৃষ্টি হবো,
যেখানে তোমার হাতে দেখবো
ঝিরি ঝিরি জলের ফোটা কি করে পরে।
খয়েরি রং এর আধার হবো
তুমি হবে সঙ্গি।
পথের ধারের নেশা হলে,
আজ বদলে যাওয়া হাওয়া হবো আমি
আর কখনোও সময় হয়ে থেমে গেলে
সুর্য হয়ে তুমি দিবে আলো
আশার ঘরের প্রদীপ হলে
প্রত্যাশার জাল বুনবো
আলোর ঘরে।