শীর্ষরেশে বন্ঞ্চিত আনন্দ অশ্রুতে মাখা জীবন
আহরনে আগমনে চেয়ে রয় মন
কাল থেকে রাত্রির ছায়া ঘিরেছিলো বুঝি,
না বুঝিনি।
সিক্ত রেশারেশে দুর প্রান্ত দেখার একশত সুযোগ
সত্যিই কি তাই?
কাল তবো রাত ছিলো আশাহত
তিব্রতা বাড়ছিলো ঝলকের কাচা প্রাতে
মেঘে মেঘে কথা হচ্ছিল
একটু কদমে কদম মিলিয়ে আনন্দ উপভোগ
শুধু সময়ে সময়ে বাধা বাধার মতন মনে হতো
পার্থক্য আষাড়ে চমকে যাওয়া,
আশা করা ঝলমলে রোদ্রতপ্তের পাওয়া
মৃদু কনকনে বাতাসে ফুলের সুবাসে আনন্দরপ্ত
অভাব এটুকু খানিকটা সুযোগের
যেখানে হাত খুললে ঝরে পরে আনন্দ।
ওই যে দেখা যাচ্ছে বৃষ্টির গন্ধে ডুবে থাকা রাত
বৃষ্টির ফোটায় ভিজে একাকার দুটো হাত
শুধু বৃষ্টি নয়
কাছে থাকে আশাহত মনের বিন্দু বিন্দু অশ্রু।
মিথ্যে সব মিথ্যের বাড়াবাড়ি,এ মিথ্যে
সুযোগ চায় মন,আনন্দ গ্রহনের
শুধু বন্ঞ্চিতের হাতে হাত রাখা কারন
এখন যে সময় ভোগের আশাহত কিছু আনন্দের।
কারন এটাই সময়