বহুদিন পর
আজকে হঠাৎ মন বলেছিলো
"চলো আশ্বিনের ভোরে ফিরে যাই"


শুধু আশ্বিনের মেঘের ডাকে ভীত হয়ে
থমকে গিয়ে
না করেছি ভয়ে
আমি ভীত আমি।

হঠাৎ কাক ডাকা ভোরে সারাবেলায়
হাত মুঠো করে রাখাই ছিলো
প্রথম আমার কাজ


টুপটুপ করে যখন চোখের জলে
ভরে ভরে আঙ্গুল ভিজেছে  কেবল
মনে হচ্ছিলো এ কি সাক্ষাতের বাধা মাত্র?


তারই মাঝে সাঝে তার কুহেলিকার বেড়া
ভারি হচ্ছিলো,ভাঙছিলো
তখনই মাত্র নৌকা ডুবির প্রসার ঘটেছিলো
তোমার মনে জায়গার অভাব ছিলো
অতঃপর বেধে রেখে কুন্ঠিত সমাজ বলেছিল
"আশ্বিন?এ যে নষ্ট বাতাসের আহ্বান"


আশ্বিনের পর আশ্বিন কাটে
চিরায়ত সমাজ বাধার ঘর সাজে
কখনো মনে হয়নি?
বেড়া ভেঙে চলে যাওয়া সহজ
নাকি কঠিনের আশ্রয়ে পিঠ ঠেকেছে আহা
বলেছে বিশাল মহাদয়?


সহস্র ইচ্ছে পোষনে
এইতো তোমার সাক্ষাতের জাল।
ভাঙা কাচে সেই প্রতিচ্ছবিতে
ফুটে ফুটে উঠছে আজ
মনগড়া কথা এই নতুন ভোরে
ছয় বছর পরে?
আশ্বিন কেবল ফিরলো বলে
তারপরও কি হবে তাদের
নিয়তির ঘটে প্রানের সাক্ষাত?