চিরসুন্দর নতুনকে গ্রহনে যার
রয়েছে নতুনত্বের হাহাকার।
বাড়ন্ত আগাছার হরন
পিপাসার্ত পথিকের মরন।
তীব্র শক্ত কাচের দেয়াল
নানান আকারে জীর্ন বেহাল।
দুরত্বে যার চুপসে যাওয়া
নিকটত্বে জন্মত্ব ফিরে পাওয়া।
রূঢ় চিন্তায় মুগ্ধ নয়ন
অলসকে গ্রহন করিও না চরন।
কেবলই প্রানের ছোয়ায়
তৃন মন মাতাল হাওয়ায়।
মন চায় বহুদুর
বে-তালের নুপুর
বিষন্ন বান্ঞ্চনার রঙ
কেড়ে নেবে নতুন সং।
কভু, একটু উপলব্ধি
মেনে নিতে হয় বহুরুপী
ছলনায় ঢাকা, রুদ্রতার গহন
আনন্দনিষ্ঠতায় কেবলই দহন
দৃষ্টির অকুন্ঠনে এ এক অন্য উপলব্ধি।