আমি নামের বাস্তবতা কখনো একলা
যদিও একলাটে পথচলা
কালের হয় নিরুদ্দেশ
আর বাস্তবনিষ্ঠ তুমিতে চোখের ব্যাথা
দেখার ইচ্ছা জাগে দুরন্ত তুমিকে
শুধু বাকা পথের  ধারে নুরের অভাব থাকে
একটুতে ক্লান্ত হওয়া তুমিতে
হায় হায় নিরবতা!
আমি হবো নিরবতার নদী
ঢেউ হয়ে পথ বাতলে দেবে সব
তাই হবেনা দেয়া বেখায়ালে পথ পাড়ি
ছোট শিশুর মাঝে নুরের খেলা
খুজে নিও তাতে ক্লান্ত বেলা
বহুদিন হয়েছে দেইনি পথ পাড়ি
আজ তোমায় চাই সঙ্গিনী, মনের তরী
তাইতো  আজ বিদায় নারী
বিদায় এই আলো বেলায়।