বিদঘুটে ছবিটায় আলতো ছোয়ায়
রাঙা ভোর তার কাজল কালোয়
সুখের পাতায় সৃষ্টির নিয়তিরা
খেলা করে মোর ঘোর বরষায়।


মিষ্টি বায়ুর তুরাগ পাড়ে,নৌকা যাহা বিছায় হারে
গানের ঢেউয়ে বৃষ্টিরা সব,আছড়ে পরে ছন্দময়ে
তীব্র বেগের মুরমুরে শব্দ, হাসতে দেখায়  মন্দ ছন্দ
গায়েতে যে লাল চাঁদরে,কপাল যাহার সৌন্দর্যের ভরে
নেমে যায় আকাশ নিম্নতলে,বিশ্বাসের পাহাড় ভেঙে
অনুতপ্ত সেই বিদঘুটে আলো, আলোর সেই বিচ্ছিরি গন্ধ
বিদঘুটে ছবিটায় স্পর্শ অনেক
অনেকের যত নামের ক্ষত।


সে হাসে, মাঝে তার হিসেব কাশে
ছবির মাঝে বাধা আসে,সে হাসে।
দুরের আলো হাসে,রৌদ্রতপ্ত মাসে
সে বসে হাসে তারই পাশে।


ওই ত সেই বিদঘুটে ছবিটা
কাঠের রত্নে মোড়ানো পৃষ্ঠা
দিন শেষ তার
পরে থাকে টেবিলে যার
নিয়তির বিদঘুটে ছবিটা কার?