ভেঙে গেছে লালচে কাঠপোড়া রং এর দেয়ালটা
আগের দিনগুলোয় কলমি তুলতে ব্যস্ত মানবের এক রুপ ছিলেম যে!
হাসি পায়!হাসির হট্টগোল পরে যায়।
দেয়াল ছুয়ে দেখে ফিরে যায় আমার ন্যয়
কিছু স্মৃতি রক্ষক মানুষ রথ।
কখনো মনে হয় দেয়াল টপকে দেখা উচিৎ
মজবুত এর প্রতিভা আজো আছে কি
লাল রং এর
ছোপময় ওই দেয়ালময়?
হাসি পায়! তবে দুঃখময় তৃষ্হার্ত হাসি।
ব্যাথা অনুভব হয় বুকের মাঝে
ভয়ে আতকে উঠে বলি,একি!শেষ নাকি?
দেয়ালের স্মৃতি লিখবোনা? কালির অবাধ বিচরন শেষ নাকি?
তবে কি শেষ?  সব শেষ?
নাহ,হাসি পায়।তবে মুচকি হাসির মিষ্ট অনুভুতি।
কৃষ্ঞকলি?এটা কি?চেনা হয়নি
অবশেষ টা যে  রয়ে গেছে দেয়ালের ওপারের কলমি লতায়।
বৃদ্ধতা ঘিরে ধরলো বলে!
দেয়ালে চক্ষু আটকে গেলে মনে পরে অপেক্ষমান মানবের আমিত্ব রুপের কথা
এপারের চিঠি, ওপারে নেয়ার ব্যর্থ চেষ্টা
হাসি ই পায়,সত্যি।মনরত্ন ঘিরে জড়িয়ে ধরা হাসি
হাটতে কষ্ট হয়, তবে কি শেষ বেলার চিঠি জলে ভিজে হবে অকাতর?
নাকি একটু পরিশ্রান্ত মনে এগিয়ে এগিয়ে পৌছোবো দেয়ালের সথ
লিখে রাখবো কি শেষমেষ?ইতি হীন চিরকুটে
তোমার হাসিময় সুন্দর ওই মিষ্টি নাম?