ফুলের সুবাস নিয়ে
হাতে ঘোমটা পরে
অন্তহীন পথের ধারে
শিশু করে হাহাকার।
আজো নেই শান্তির ঘরে ছায়াহীন মানব সুর
মানুষ! সে তোহ মানুষ!
প্রশান্তির আড্ডায় শিশুদের চলে কিচিরমিচির
কেউ ভাবে হবো বন্ধু
কেউ বলে হবো আমি শত্রু
কেউ হবেনা নষ্ট ঘড়ি
কেউবা দিবে সময় পাড়ি
কেউবা গাইবে মনের গানে প্রদীপের আলোড়ন।
শিশু তুমি কাদবেনা চোখে
চোখের জলান্জল।
দারিদ্রের মতো ক্ষুদ্র নীড়ে,আবাসের গন্ধহল
থেমে থেমে আগুন হবে,ধোঁয়ার আনন্দে
তবু তুমি ছুঁয়ে দেখোনা,তোমার দারিদ্রে
ভুল হয়ে যাবে,চেয়ে দেখোনা
নিশ্চয়ই হবে ভুল
দারিদ্রতা যে কেড়ে নেবে তোমার শত শত মুল।
সুর্যকে ছুয়ে দেখোনা
কেটে যাবে হাত
দারিদ্রতা তুমি বড়ই কঠিন
কঠোরতাই করবে চুপ।