যেটুকু পথ ধরে এগিয়েছিলাম অপর প্রান্তে
ঘড়ির কাটা গুনতে গিয়ে
চোখের চাহনিতে পরেছিলো বাধা
দেখতে পারিনি,ঝাপসাটে হয়ে যাচ্ছিলো
চিৎকার আর মনোবলে দেখেছিলাম ক্লান্তি
হেরে গিয়েছিলাম সেদিন
অলৌকিকতার অন্তরালে কত কি ছিলো
ডেকে বলেছিলে তুমি-
শুনো "অন্তহীনা" কদমের প্রান্তে যেওনা
কাটা আছে,
কালো আধার ছুয়ে দেখোনা
সাহস হেরে যাবে।
আর বাস্তবকে মেনে নিওনা
ধ্বংস হবে
সেদিন সত্যিই হেরেছিলাম
লুকিয়ে, বেচে,থেকে থেকে এই প্রান্তে।



.