প্রথমবার ক্লান্তি চোখে
তোমায় দেখেছিলাম পথের শেষ ধারে,
দিনটা ছিল সোমবার,সোমের বাহার।
এইযে একটা রিকসা, দেখা যাচ্ছে বলে চিৎকার,
আমি ভয় পেয়ে গিয়ে নিজেকে করলাম আবিষ্কার।
রোদ তুমি যে মহান,সুর্য তোমায় দিয়েছে সম্মান,
কথার ভাবনায় ব্যস্ততা আমার স্বল্প পরিমান।
এইযে মেয়ে শুনে যাও, রাত হয়েছে বহুত,
দিনের বেলায় তোমায় দেখতে লেগেছিলো
কিন্ঞ্চিত সবুজ।
তুমি কি থাকো পথের ওই ধারে.?
আমি তোমায় দেখি প্রতিদিন রাতেরই আধারে।
টিকটিক করে ঘড়ি বাজে আমার,
চন্দ্র তার জ্যোৎস্না মেখে করে
সোনালি রুপালি নানা কারবার।
সকালের কালো চায়ের কাপে শুনি চুড়ির বাজনা,
তবে তুমি কেনো আজ আর সাজোনা?
কষ্টের কথা মনে পরে যায়,
যেদিন লাল বেনারসি পরে তুমি নিয়েছিলে বিদায়।
কালো টিপটা ফেলে গিয়েছিলে দরজার কপাট,
অতঃপর বলে গেলে তুমি,
শুনো ফিরে আসবো তবে একদিন তোমারই নিকট