ভুলের প্রহর গুনে
পার করা ক্লান্ত অবেলা,
সন্ধ্যা নামতেই ডাক পরে যায় ঘরের কোনে।
শান্তির নামে বদলে যাওয়া হয়
কিন্ত হয়না কখনো বদলে দেয়া।
দেরির প্রহরটা ছিলো একটু বেশিই
দেখার মাঝে ছিলো বহু সৃষ্টি
তারই মাঝে,
চিন্তাহীন মানবে ফুটে উঠতো
আনন্দ অশ্রুর অভাবের আকুতি।
অপেক্ষার শিহরনে দিন কালো হয়
চোখের কোনে জমে থাকা জলে
কথার বাক্য মুছে যায়
মনের আলাপনে শুরু হয় বেদনা
শুধু শোনা যায় একটু আকাংখা।
স্মৃতি কথায় ছবি আকে মন
বলে উঠে তারই প্রতি ক্ষন
-"যেওনা,দোহাই লাগে আজ তুমি যেওনা "