আলো আধারের গল্পে
ছায়ামানবী হবো
তোমার পিছুটান বদলে দিবে সব
ঘোলা হবে পথের দৃষ্টি
শুধু খুজবো একটু নিস্তব্ধতা,
পাবো কি?
হয়তো হ্যা,হয়তো না,
গল্পটা এখানেই।
চায়ের কাপে চুমুক দিয়ে
স্তব্ধতা কাটিয়ে চলতে কষ্ট নেই
একদিন আধারের জোনাকি খুজে বিষন্নতার নিস্তব্ধ বাতাস
মনমেঘে জড়িয়ে উড়িয়ে দেবো  ঠিকই
শুধু নিয়তি বদলে দিবে,কিছু ক্ষন
বৃষ্টির জলের যেমনি কোনো রং নেই
কাগজ হয়ে জীবন গড়ার তেমনি মুল্য নেই
তবে রং একটাই
কিছু আধারে নয়ত কিছু আলোয়
লুকোনো কোনো গল্পে
কাগজ লেখায়,,,,,