মধুলগনে হারাবি?
ঐ বসন্ত বাতাসে আমড়া পাকা মিষ্টি গন্ধে?
হারাবি? নাকি ভিজবি
কালচে পানির সেই বৃষ্টিমাখা রোদে।


বাসা বাধবি?
নষ্ট হয়ে যাওয়া মাটির কুটিরে?
নাকি খুব করে কাদার ভেলা নিয়ে বেড়িয়ে পড়বি
জীবন গড়তে করুন দৃষ্টিতে।


পড়ন্ত ঢেউয়ের প্রতিটি নৌকারা চিনে গেছে তোকে
জানিস নাকি অজানাই রয়েছে তোর বুকে
চোখে মুখে তোর পৃষ্ঠার প্রতিটি শব্দ
কিছু বলতে গেলেই হয়ে যাস নিঃশব্দ।


বহুদিন রাত পরে তে গাছ থেকে মড়মড়ে শব্দ
বুঝলাম এ যে শুকনো পাতার জীবন বলিদান
আরম্ভের পথে পা থেমে গেছে নিঃশেষে
এ চেনা নয়, অচেনা প্রান্ত।


সৃষ্টিকে ঘিরে প্রচেষ্টা ছিলো তোর?
নাকি আশার আলোতেই ছিলো
কালো কালো রং এর আধার।


হিংস্র হয়ে গেছিস তবে
কষ্টে নাকি বন্ধুরত সাধে
নিয়ে নিস ওই ওড়নার আচল
নিয়ে নিস তীর ভেঙে যাওয়া স্রোতের টান
জীবন যে আজ বলিদান।


এত এত রঙ মুছে দিস ভেজা কাপড়ে
মুছে দিস তুই চোখের কাজল
কালো রং এ তোর বাধা আছে  যে
মিশতে পারার সাধ নিসনি আর?


হারিয়ে যা তুই মধু লগনে
ডাকবোনা আমি দিশেহারা তোকে
তুই মিথ্যে নিয়ে ভালো থাকবি জানি
তবু হারিয়ে যাস পারলে বহুদুরে।