একদা এক নিষ্প্রান, জীবনের আকাঙ্খায় ব্যস্ত
সহসা কাদার তলে ছোটো ছোটো পাথর কনা ফুপিয়ে কেদে বলেছিলো জীবনের হিসেব বুঝো কি?
একদা তৃষ্হার্ত পথিক বাশি বাজিয়ে চলছিলো মরু পথে,
ক্লান্তি রা ঘিরে বলেছিলো সেদিনের জলের হিসেবটা জানো তো?
আকাশ তলে পক্ষি বাসা বেধেছিলো, ছিলো ছায়ার অভাব
সত্যি করে গাছ বলেছিলো উপকারে আমি আসবো ঠিকি।
জলজ্যান্ত শত্রুর দলে হারিয়ে যাওয়া মানুষ চিৎকার করছিলো সেদিন,
বলেছিলো "বন্ধুত্বের সীমারেখা চাই চাই চাই।"
সুর্য্যের আগমনে গৃহহারা হয় পথের কুঠিরের যাযাবর
রাগের ঘনঘটা ছেয়ে গেলে কষ্টের কালো আঘাত নিয়ে সয়ে নিয়েছিলো বাকিটুকু দুখ।
সবে মাত্র জন্ম নেয়া শিশু অনুভবে আক্রান্ত
মানুষের আশাহত জীবন ছুয়ে দেখতে বলায় মুখে ফুটেছিলো মুচকি হাসি।
শত শত গল্পের ভিড়ে হারানো নিস্ঠুরতা ভোগের সময় এখন
তারপর বাকিটুকু শ্রদ্ধার তলে লুটিয়ে পরে থাকে।
এ যে দ্বিধা বোধের জীবন
কারো উপভোগের,কারো বা তৈরির সময়