যদি প্রশ্ন করি
সুর তুলে থেমে, পথ পাড়ি দিচ্ছো কেনো?
বেজায় রাগ করবে? নাকি -
খুব মিষ্টি করে বলবে প্রশ্নের উত্তর দেবো খনিকে।
যদি হঠাৎ প্রশ্ন করি
আলতো আলোয় মসৃনতা পাচ্ছি না কেনো?
তুমি উঠে চলে যাবে? নাকি -
আলো জ্বালিয়ে বলবে মসৃনতা যে তোমায় ঘিরে।
যদি প্রশ্ন করি
বেলি ফুলের সুবাসে হারিয়ে যাচ্ছি কেনো?
তুমি কি অপেক্ষায় রবে
নাকি বেলি ফুলের মালা গেথে দিয়ে বলবে-
আমার প্রিয় সুবাস যে তোমার মাঝে।
যদি ওই দিনটায় হাতে হাত রেখে প্রশ্ন করি
সাড়া কেনো দাওনা পথে প্রান্তরে?
চুপ থাকবে? নাকি
পথে থেমে গিয়ে বলবে-
হিসসসস!!!!
প্রদীপ যে আজ রং ছড়াবে।
যদি প্রশ্ন করি কোনো এক শরৎ এ
সুর্যস্নানে ঘেরা কাশফুল ভালোবাসো?
তুমি কি মুখ ফিরিয়ে নেবে? নাকি -
টেনে হিচড়ে নিয়ে যাবে কোনো এক গহীনে।
যদি আরেকবার প্রশ্ন করি
সমৃদ্ধির আলোক কে চেয়েছো কখনো?
"না "বলে চলে যাবে?নাকি
আমার কাছে এসে বলবে সমৃদ্ধি যে তোমার ঘরে।
যদি আলতা মেখে তোমায় প্রশ্ন করি
লাল রঙে ভেসে যাবে কবে?
অবাক হবে?  নাকি
মুখে তোমার হাত রেখে বলবে তুমি যে বোকা মেয়ে।
যদি ঝড়ের বাতাসে তোমায় প্রশ্ন করি
যাবে? ওই জ্যোৎস্না  পেরে আনবো বলে
দুয়ার আটকে বসে রবে? নাকি
দুয়ার খুলে আমায় বলবে যাও দেখি বাহির পানে।
যদি প্রশ্ন করি কোনো এক বসন্তে
ভালোবাসো নাকি? এই তৃষ্ঞার্ত নারী কে
চোখ বন্ধ করবে? নাকি
চোখে চোখ রেখে বলবে, ভালোবাসি আজও নিরবে নিরবে।