শিশু নৃশংসতা বোঝেনা
বৃদ্ধ বোঝেনা বিভৎসতা
কিশোর বোঝে কৈশোরের আনন্দের ঘনঘটা
দুঃখ বোঝে সুখ,সুখ বোঝে দুঃখের আলাপন
ঠিক ধীর গতিতে ফুটতে থাকা  কলির ন্যায়
নিষ্পাপ হ্রদয়ের ওই ফুলের মতো।


একটি ঝরা ফুলেরর সাথে কিছু কথা ছিলো
কথা বুনতে বুনতে হঠাৎ ফুল গিয়েছিলো শুকিয়ে
টুপ করে শীতের শিশিরে বয়ে যায় নির্মম বাতাসবিন্দু
ভয়ে কাত হয়ে পরে যায় ঝরে যাওয়া শুকনো ফুল
হে ফুল,মৃত্যু যে অবধারিত।


সত্যিকারের আলোর সাথে কিছু কথা ছিলো
বিন্দু হতে বিন্দুতে যে ছড়িয়ে দিবে আলো
আলোকিত সম্পদের অভাবে একলা থাকা ছবি
হাসায় কাদায় অতঃপর ভালোবাসায়
মিথ্যের খেলা,এ যে সত্যির অনবরত অপেক্ষা।


দীর্ঘ একেবেকে যাওয়া পথ দেখা যায়
পথের সাথে কিছু কথা ছিলো
থেমে পড়ায় দুরত্ব কমছে তো কমছেই
ওই যে দুরপ্রান্ত ডাকছে,কেবলই ডাকছে।


কথা ছিলো,
সত্যিই ছিলো কিছু কথা
তবু ছিলো অসমাপ্ত
বলা হয়নি রয়ে গেছে অবশেষ।