শিশুর জন্ম হয় মায়ের কোলে
স্নিগ্ধ স্নেহে লালন ঘটে আলো মেলে
আশা এটুকু!
কবে বড় হবে, কবে ধরবে মায়ের হাল?
শিশুর মুখের মলিন হাসি
বাধার মত আটকে পরে চোখে
তারপরের কাহিনীতে হাতের পরে হাত
চলছে গল্পে রুপকথার রাত
শিশু মানুষ হবে, মুখোশ বিহীন
রয়ে গেছে বাধ,মুখোশেই কাত
সত্যেরই অগোচরে কিন্তুর হাত
মানুষ পশু অন্যের জীবন
হিংস্র খেলায় শেষ জনজীবন
দৃষ্টি মানুষের মাঝে,ভাঙবে যে দেয়াল ভালোবেসে
শিষ্টাচারে ফাঁক রয়ে গেছে,মমতার ব্যাঘাত
মা জানে শিশু বড় হয়ে গেলো অমানুষের সাথ।
আহাজারি থমকে দেয়,কান্নার ফোটা চরন ময়
পিপাসার্ত মানুষদ্বয় অমানুষের সহিত চেয়ে রয়
ভুলের মাশুল পিঠে দেবে হানা
হিংস্র যে সে রয়ে যাবে জীবন দেবে মানা
সময় গুনবে সময়ের ফোর
চেষ্টার বিদ্বেষে হাটার প্রহর
মানুষ চায় হতে সময়
সময়ই করে তাহাকে  পদার্পন
মানুষের মতন।