মুক্তমনি মুক্তমনি
তোমার নামের অর্থ কি?
মুক্তমনির মুক্ত স্রোতে
আঁচলখানি বাধা কি?

ওপার গঙ্গায় বরুনবিলাস হেসে হেসে কয়
সত্যি বলতে তারে আমার ভীষন মনে লয়
আবার যেদিন লাল শাড়িতে সবুজ বনে গেলে
হঠাৎ করে শঙ্খলতায় আঁচল আবার ফেলে
ছিড়লো তবে, ছিড়লো তাহার মনের যত রঙ
মনটা কেবল নষ্ট হলো, এবার তবে চল
ছিড়ে যাওয়া টুকরো কাপড় হাতের মুঠোয় লয়
মুক্তমনি ছুটে চলে,পারলে পালায়ে মহালয়।


আবার শুনো মুক্তমনি
মুখখানিময় শোক
সত্যি বলছি রাগ করোনা,ক্লান্ত বিকেল সয় সব।


মুক্তমনি মুক্তমনি
তোমার ঘরে স্রোত
এ স্রোতের আধার নেবে কেড়ে সকলই সম্পদ
যেথায় তোমার হাসির ভিড়ে কান্না যত তত
কান্না দিয়ে মানতে হবে
তোমার সকল ক্ষত।