আলোকিত আলোড়নে নারী তুমি আকাশ ছুবে
তবু বেদনা, বেদনা তবু নিশিখনে।
বিচিত্রতমের বিচিত্র ছায়ায়  চেয়ে রবে
তুমি জানো,
তুমিই জানো যে হ্যা তুমি পারবে।
নারী একদিন স্বপ্নে বিভোরে
ঐ আকাশে কি আছে বিচিত্রতার ভোরে।
পেন্সিলের শিষ ভেঙে পরে রয়,
সময়ের কাটা ঘুরে যায়,
তাও নারী তুমি কেন তিন পুরুষের পিছে দাড়িয়ে।আতকে ওঠা তুমি ভয়ে হয়োনা ভিত
আজ যে সকাল হবে তোমার হিত
তোমার মুখের হাসি বাধা ভাঙবে,
আর তুমিই ভাঙবে শক্তি
এ অন্ধকারের।