কাহিনীর শুরুটা হঠাৎ
শ শ জন্ম পার অপেক্ষার।
আলো জ্বলছে সাদার,নীলের বিপরীত
কাল আসবে সে, হাতে নীলাভ খামে
দেরিটা মানা যায়না, দুয়ারে জমছে আশা
কাল সে আসবেই,মন বলার অপেক্ষা
নীল দড়ি টা ছেড়ে দিয়েছে,বাধ্যতা বটে
শুধু এটুকুই জানার,কাল যে সে আসবে।
নীল রঙে রঙে পাপের বোঝা ঝেড়ে ফেলেছে
শুধু প্রতিচ্ছবির ফল কোনো এক দর্পনে।
আনন্দের মাঝে বস্তুর বিশ্বাসে হানা
প্রায় বিন্দুমাত্র রেখা আঁকার জন্ম
কলঙ্কে আঘাতে নির্মম বালিময়তা
চোখে ধু ধু অন্ধকার,অন্ধত্বের  গৃহ
ওহে নিজের ছবি,আনন্দে তালা
মানুষ খুজে ভরসা,মুল সুরেই যে দায়হারা।
নীলময় জীবনে অভাবের ক্লান্তি
ছুয়ে যাবে আপন এই তো মানি
দীর্ঘেই শক্তি জন্মেছে আজ
দর্পনের চাওয়া শুধু অপেক্ষা
কিছু সময় পর হবে যে দর্পনে তার মুখ দেখা।