আকাশের মেঘেতে নতুন শোভা
গভীরে মেঘের পালক একই প্রানে
স্নিগ্ধ আকাশ টুপ টুপ শব্দে
জড়ায়ে ক্লান্ত ফঁাস।


এ যেনো তীব্র আশা
জ্যন্ত কুড়ে ঘর
নষ্ট সময় আকাশ দেখে
করছে মিথ্যে ভয়।


নিমন্ত্রনের আহার কেবল
জলে জলে একাকার
মানুষ বলে এ কি তবে
আখির জলের
তীব্র মরন হায়!


বৃষ্টি নামে ভেঙে যায় মেঘ
ডাকে নতুন প্রান
প্রান্তের কথা প্রান্তে গিয়ে
বলে করুন ময়
চলে এসো হায়
পিপাসায় যার নীতির হিসেব
করতে হচ্ছে প্রায়।


আজ রবির কোলে নিমন্ত্রন যার
চলছে পায়ে হেটে
দূর কিনারায় আলো জ্বেলে
নিদারুন হিসেব পেতে।


বৃষ্টি কাদার নরম স্রোতে
বিশ বার সে কয়
চলে এসো তুমি আমার মাঝে
নিমন্ত্রন যে তুমি ময়।