আসক্তির ছায়া মিট মিট করছিলো
অদুর থেকে দুর হয়ে নিকটে প্রামমানিকতার ছোয়া
সৃষ্টির জালে কাটা তারে পথ বাড়ছিলো
মন্দ ছিলো সবটাই
সর্বখনে হিসেবের ঝুড়ি ঝুড়ি পাতার গড়ে ওঠা
সান্তনায় পথের হিসেবটা রয়ে গিয়েছিলো
কোনো এক খনে ক্ষীন আলোর রহস্য
চোখে ব্যাথা গড়াচ্ছিলো তবু অদ্ভুত দুর বলে কথা
দুরত্ব বাড়ছে এগিয়ে যাওয়ার প্রতি পদের সাথে
বিরক্তির অবসান তবে তা কথিত যে
'যথেষ্ট 'বলছে শুধুই মনের অন্ধকার
কেবল ই থেমে যাওয়া নয়তো হার
আলো জ্বলছে এখনো সেই কতদুরে
হলোনা যে আজ
অদুরের আলো কেড়ে নেয়া
কারন কেবল দুর নয়,
এ যেনো অদ্ভুত অদুরে।